Saturday, August 6, 2016

বুদ্ধিভিত্তিক প্রতারক


বুদ্ধিভিত্তিক প্রতারক বনাম সুন্দরবন।





ছবির উপরের বাম পাশ হইতে বয়ান শুরু করিলাম
১ম ও ২য় জন আন্দোলনের সাথে ফাকিস্তানি আতাত নয়, ফিন্দুস্তানী বন্ধুতায় গদগদ। তার পরের জনতো  সকল কে জিপিএ ৫ দিয়ে দিয়েছেন। এখন তিনি হইয়াছেন ইউএফও ফোপর ইকবাল। পরের জন খ্যতি অর্জন করেছিলেন ১/১১ সময় বর্তমানে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ঘনিষ্টজনের দাবীদার। পরের দুইজন সম্পর্কে আমি অজ্ঞাত তাই বয়ান হইতে বিরত রইলাম। পরের দুজনের বয়ান নাইবা করিলাম। তাহার পরের জন জুসে বেহুস হইয়া দাদালামি করিতেছেন আর বুয়েট ফেরত জনতো জানেন না কয়লা কি জিনিস খায় না মাথায় দেয়, বর্তমানে তিনি পানি বিশুদ্ধ করনের প্রচার করিতেছেন বাহে। এইজন কহিলেও কহিতে পারেন কিন্তু কহিতে চাহেন না পাছে দাদাদের দেওয়া পদ্মতোষন খেতাব ছাড়তে হয়।  আরেব্বাস খাইছে আমারে, কেঠায় এইডা, এই মিয়াতো অহন পরবাসী, হেও আবার কইলাম বিলাত, ফাকিস্তানি মেয়রের অধীনে বইয়া আরামে আরবগো নাম কেমতে করে সেই ইতিহাস লেহন লাগছেন। দেখেছেন সবাই কত ব্যস্ত আর আপনারা শুধুশুধুু হেতেগরে সুন্দরবনের কাদায় নামাইতাছেন!

এবার প্রাসংগিক কথা বলি..  
আশাকরি সবাই জানেন যে, এই ব্যক্তি বর্গের প্রত্যেকেই প্রায় বংগবন্ধু শেখ মুজিবরের রাজনীতি দেখেছেন তার শাসন দেখেছেন আর এদের উদ্দেশেই তিনি বলেছিলেন "আমি চোরের খনি পেয়েছি"। স্বাধীনতার পর বংগবন্ধু সচেষ্ট ছিলেন ভারতীয় সেনা বিতাড়নে এবং তিনি ভারত সরকারের সরাসরি নিষেধ সত্তেও যোগ দিয়েছিলেন পাকিস্তানে আয়োজিত ও. আই. সি সম্মেলনে, এমন স্বাধীনচেতা বাংলাদেশীর অনুসারী আমরা কখনই কারো মুখাপেক্ষী নই। উনারা না হয় বিদেশ বিভূইয়ে আপন বসতি গড়ে নেবেন কিন্তু আমি আপনি কি করব যদি সুন্দরবন না থাকে? এই দেশ না থাকে?

 সবশেষে একটি প্রস্তাব রাখি - 
১। এই প্রকল্পের জন্য সম্মিলিতভাবে ফারাক্কার কাছাকাছি কোন জায়গা  নির্ধারন করতে পারি।
২। এর ফলে দিনাজপুরের কয়লা আমরা ব্যাবহার করতে পারব এবং ভারত তার নদীপথ ব্যবহার করে কয়লা আনতে পারবে। 
৩। আমাদের উত্তর এলাকার লোক গুলোর কিছু জীবিকার ব্যাবস্থা হবে
৪। উত্তর এলাকার স্থল বন্দর গুলো চালু হবে এবং তাদের অর্থনীতি উন্নয়নে ভুমিকা রাখবে।
৫। সর্বোপরি সুন্দরবন রক্ষা পাবে।

বুদ্ধিভিত্তিক প্রতারক

বুদ্ধিভিত্তিক প্রতারক বনাম সুন্দরবন। ছবির উপরের বাম পাশ হইতে বয়ান শুরু করিলাম ১ম ও ২য় জন আন্দোলনের সাথে ফাকিস্তানি আতাত নয়, ফ...